সম্পদ পুনর্মূল্যায়ন করবে জাহিন স্পিনিং

প্রকাশ: ২০১৬-০২-২০ ১০:১৯:১৯


Zaheen-Spinning-Ltdপুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি জাহিন স্পিনিং লিমিটেড সম্পদ পুনর্মূল্যায়ন করবে। গত ১৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানিয়েছে, পর্ষদ সভায় কোম্পানির সব জমিসহ সম্পদ পুনর্মূল্যায়ন করার সিদ্ধান্ত নেওয়া হয়। যোগ্য ভ্যালুয়েশন কোম্পানির মাধ্যমে এ পুনর্মূল্যায়ন করা হবে। কোম্পানির জমি ও সংশ্লিষ্ট সম্পদের বর্তমান বাজার মূল্য নির্ধারণের লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

২০১৪ সালের শেষভাগে প্রাথমিক গণপ্রস্তাবের মাধ্যমে পুঁজিবাজার থেকে মূলধন সংগ্রহ করে জাহিন স্পিনিং। কোম্পানিটি অভিহিত মূল্য ১০ টাকা দরে ১ কোটি ২০ লাখ  শেয়ার ছেড়ে বাজার থেকে ১২ কোটি টাকা সংগ্রহ করে। ২০১৫ সালের ২৫ মার্চ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়। সর্বশেষ হিসাব বছরের জন্য কোম্পানিটি ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করে।