এসএমই মার্কেটের সার্কিট ব্রেকার ১০%

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৪-০৭ ১৭:২৯:৩০


পুঁজিবাজারে এসএমই মার্কেটের কোম্পানিগুলোর শেয়ার দর উঠা-নামা করার সীমা বা সার্কিট ব্রেকারে পরিবর্তন এনেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এতে আগের ২০% সার্কিট ব্রেকারকে পরিবর্তন করে ১০% করা হয়েছে। যা আগামি কার্যদিবস থেকেই কার্যকর করতে দেশের ঊভয় স্টক এক্সচেঞ্জকে নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (০৭ এপ্রিল) বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম সাক্ষরিত এই নির্দেশনা জারি করা হয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, আগামি কার্যদিবস থেকে এসএমই মার্কেটের শেয়ারগুলো আগের দিনের ক্লোজিং প্রাইসের উপরে ভিত্তি করে একদিনে সর্বোচ্চ ১০% বাড়তে বা কমতে পারবে।

বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা ও পুঁজিবাজারের উন্নয়নে এই নির্দেশনা জারি করা হয়েছে বলে জানিয়েছে বিএসইসি।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

এএ