ডেপুটি স্পিকারের রায় বাতিল, অনাস্থা ভোটের মুখে ইমরান

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-০৪-০৮ ০৯:৪১:৪৭


পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোটের প্রস্তাব বাতিল ও পরবর্তীতে পার্লামেন্ট ভেঙে দেওয়ার সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেছেন দেশটির সুপ্রিম কোর্ট। একই সঙ্গে পার্লামেন্ট পুনর্বহালেরও নির্দেশ দিয়েছেন বিচারপতিদের পাঁচ সদস্যের বেঞ্চ। বৃহস্পতিবার (৭ এপ্রিল) বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টার দিকে বহুল আলোচিত এ মামলার রায় ঘোষণা করা হয়। এ রায়ের ফলে আবারও বিরোধীদের অনাস্থা ভোটের মুখোমুখি হতে হবে পাকিস্তানি প্রধানমন্ত্রীকে।

পাকিস্তান সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে,  কাসিম সুরির অনাস্থা প্রস্তাব বাতিলের সিদ্ধান্তকে এবং সংসদ ভেঙে দেওয়াকে অবৈধ বলে রায় দেওয়া হয়েছে। এতে করে দেশটির পার্লামেন্ট পুনর্বহাল হবে এবং আগামী শনিবার ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে ভোটাভুটি হবে।

এর আগে উমর আতা বান্দিয়াল বলেন, এটা পরিষ্কার যে, ডেপুটি স্পিকারের দেওয়া রায় ভুল ছিল। এছাড়া তিনি বলেছিলেন, ‘আমাদের জাতীয় স্বার্থের দিকে নজর দিতে হবে।’

সূত্র: ডন