মানবাধিকার পরিষদ থেকে বরখাস্ত রাশিয়া, ভোট দেয়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২২-০৪-০৮ ১০:০৯:০৬


জাতিসংঘের মানবাধিকার সংস্থা থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে রাশিয়াকে। ইউক্রেনে ‘নৃশংসতা’ চালানোর অভিযোগে এই পদক্ষেপ নিল বৈশ্বিক এই সংস্থাটি। সাধারণ পরিষদে বৃহস্পতিবার (৭ এপ্রিল) বাংলাদেশ সময় রাতে হয় এই ভোটাভুটি।

তবে ভোটদানে বিরত ছিল বাংলাদেশ, ভারত, মিশর, দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলো। আর পক্ষে ভোট দিয়েছে যুক্তরাষ্ট্র, ইইউভুক্ত দেশগুলো, যুক্তরাজ্য এবং ইউক্রেন নিজে। আর বিপক্ষে ভোট দেয় চীন, সিরিয়া এবং বেলারুশসহ অন্যরা।

এদিকে ভোটের আগে জাতিসংঘে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত সের্গেই কিসলিসিয়া বুচা শহরে কথিত বেসামরিক হত্যার বিষয়টি উত্থাপন করে রাশিয়াকে গুরুতর অন্যায়ের দায়ে অভিযুক্ত করেন।

তবে এই ভোট আয়োজনের নিন্দা করেন রাশিয়ার নিজস্ব প্রতিনিধি গেন্নাদি কুজমিন। এসময় সিরিয়া ও উত্তর কোরিয়া রাশিয়াকে সমর্থন জানায়।