সুনামগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা
প্রকাশ: ২০১৬-০২-২০ ১০:৪৫:৩৯
জেলা শহরের কাজির পয়েন্ট এলাকায় বিশ্বজিৎ চৌহান (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।
শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহত বিশ্বজিৎ হাসন নগর এলাকার খোকা চৌহানের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যায় বিশ্বজিৎ কাজির পয়েন্ট এলাকায় তার এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিল। প্রয়োজন সেরে রাস্তায় বেড়িয়ে এলে পূর্ববিরোধের জের ধরে সন্ত্রাসীরা তাকে প্রকাশ্যে রামদা দিয়ে কোপাতে থাকে। প্রত্যক্ষদর্শীরা বিশ্বজিৎকে কোপাতে দেখলেও সন্ত্রাসীদের ভয়ে তারা কেউই এগিয়ে আসেনি।
এ হামলায় গুরুতর আহত অবস্থায় বিশ্বজিৎকে রাস্তায় ফেলে রেখে চলে যায় সন্ত্রাসীরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত ডাক্তাররা আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। কিন্তু ওই হাসপাতালে পৌঁছার আগেই মারা যান তিনি।
তারা আরো জানায়, গত বছর বিশ্বজিৎকে তুচ্ছ ঘটনায় মারধর করে সন্ত্রাসীরা। পরে তার বাড়িতে গিয়েও হামলা চালায় তারা।
নিহতের চাচাতো ভাই জিতেন চৌহান বলেন, ‘আমরা এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।’
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী জানান, ঘাতকদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।