ইরানের কুদস বাহিনীকে ‘সন্ত্রাসী সংগঠন’ বললেন বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-০৪-০৯ ১৩:০০:৩৭


ইরানের বিখ্যাত কুদস বাহিনীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে মনে করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা শুক্রবার এ তথ্য জানিয়েছেন। খবর আল-আরাবিয়ার।

এর আগে মার্কিন প্রতিরক্ষা বাহিনীর শীর্ষ কর্মকর্তা জেনারেল মার্ক মিলি বলেন, যুক্তরাষ্ট্রের সন্ত্রাসীদের কালো তালিকা থেকে ইরানের রেভুলুশনারি গার্ডস করপকে (আইআরজিসি) বা কুদস বাহিনীর নাম কোনোভাবেই বাদ দেওয়ার পক্ষে নই আমি। কারণ এই বাহিনীকে আমি একটি সন্ত্রাসী সংগঠন মনে করি।

ভিয়েনায় পরমাণু চুক্তি নিয়ে আলোচনায় কুদস বাহিনীর বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রত্যাহার ও কালো তালিকা থেকে নাম বাদ দেওয়ার চাপ দেয় ইরান।

এ নিয়েই প্রতিরক্ষা কর্মকর্তার করা মন্তব্যকেই সমর্থন করলেন বাইডেন। ইরানের দাবির বিষয়ে এখনও অনমনীয় মার্কিন প্রশাসন।

সানবিডি/এনজে