ইউক্রেনের রেল স্টেশনে হামলায় নিহত বেড়ে ৫২
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-০৪-০৯ ১৬:০৭:২২
ইউক্রেনের পূর্বাঞ্চলের একটি রেল স্টেশনে শুক্রবার (৮ এপ্রিল) ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় নিহত বেড়ে ৫২ জনে দাঁড়িয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এএফপি।
প্রতিবেদনে বলা হয়, দোনেস্কের রাজধানী ক্রামাটোরস্কে এ হামলার নিন্দা জানিয়েছেন বিশ্ব নেতারা। এদিকে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এ ‘ভয়াবহ নৃশংসতার’ পেছনে হাত থাকার জন্য রাশিয়াকে দায়ী করছেন। এ হামলার ঘটনাকে একটি ‘মানবতা বিরোধী অপরাধ’ হিসেবে অভিহিত করে ফ্রান্স এর নিন্দা জানিয়েছে।
আঞ্চলিক সরকার জানায়, সেখানে হামলায় কমপক্ষে ৫২ জন নিহত হন। এদের মধ্যে পাঁচ শিশু রয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলানস্কি রেল স্টেশনে হামলায় ৩০০ জনের আহত হওয়ার কথা জানিয়ে এ হামলাকে ‘সীমাহীন শয়তানি কাজ’ হিসেবে উল্লেখ করেন।
জেলানস্কি রাশিয়ার এ ধরনের বোমা হামলার পর এই যুদ্ধাপরাধের ব্যাপারে বিশ্বের কঠোর প্রতিক্রিয়া জানানোর এবং মস্কোর আগ্রাসন মোকাবেলায় আরো অস্ত্র সরবরাহের আহ্বান জানান।
তিনি আরো বলেন, ‘আমি নিশ্চিত যে ইউক্রেনের বিজয় সময়ের ব্যাপার মাত্র এবং এই সময় হ্রাসে আমি সবকিছু করবো।’