মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন ইমরান খান
আন্তর্জাতিক ডেস্ক আপডেট: ২০২২-০৪-০৯ ২১:০৪:২২
পাকিস্তানের স্থানীয় সময় শনিবার রাত ৮টায় ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবের ভোটাভুটি শুরু হতে পারে বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। এদিকে ওই দিন রাত ৯টায় নিজের বাড়িতে মন্ত্রিসভার জরুরি বৈঠক ডেকেছেন ইমরান খান। পাকিস্তানের সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এদিকে, পাকিস্তানের সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল, রাত সাড়ে দশটার মধ্যে অনাস্থা প্রস্তাবের উপর ভোটাভুটি সেরে ফেলতে হবে। কিন্তু পরিস্থিতি দেখে তেমন কোনো ইঙ্গিত পাচ্ছেন না পাকিস্তানের সাংবাদিকদের একটি অংশ। তাই অনাস্থা ভোট নিয়ে সৃষ্টি হয়েছে ধুম্রজাল।
এদিকে, বিরোধী নেত্রী মরিয়ম নওয়াজ শরিফ টুইট করে দ্রুত ভোটাভুটির দাবি জানিয়েছেন।
কিন্তু পাকিস্তানের গণমাধ্যম জিও নিউজ জানিয়েছে, ইমরান খানের দলের সদস্যরা ইচ্ছে করে সময়ক্ষেপণ করছেন যেন আজ ভোট আয়োজন না হয়।