মাকে মারায় বাবাকে হত্যা
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৪-১১ ১২:৩৫:০৮
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় ছেলের লাঠির আঘাতে হাতে চান্দে আলী (৭০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার (১০ এপ্রিল) বিকেলে উপজেলার উত্তর ফুলহাতা গ্রামে পারিবারিক কলহের জেরে মারধরে তার মৃত্যু ঘটে।
এ ঘটনায় এলাকাবাসীর সহায়তায় ছেলে হিরণ মৃধাকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, পারিবারিক কলহের জেরে দুপুরের দিকে চান্দে আলী তার স্ত্রী খাদিজা বেগমকে মারধর করেন। ঘরে ফিরে মাকে মারধরের ঘটনা শুনে হিরণ লাঠি দিয়ে বাবাকে আঘাত করেন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে মোংলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।