প্রথম দফার নির্বাচনে এগিয়ে ম্যাক্রোঁ
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-০৪-১১ ১৩:৩১:২৩
ফ্রান্সে ক্ষমতাসীন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ প্রথম দফার প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলে এগিয়ে রয়েছেন।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে জানা গেছে, ৯৫ শতাংশ ভোট গণনার পর ম্যাক্রোঁ ২৭ দশমিক ৪১ শতাংশ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ডানপন্থি নেতা মেরি লে পেন পেয়েছেন ২৪ দশমিক ৩ শতাংশ ভোট।
রোববার দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফার ভোট অনুষ্ঠিত হয়। এতে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রথম দফার নির্বাচনে জয়ী দুই প্রার্থী আগামী ২৪ এপ্রিল দ্বিতীয় দফা নির্বাচনে অংশ নেবেন।