গুজরাটে কারখানায় বিস্ফোরণ, ৬ শ্রমিক নিহত
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-০৪-১১ ১৪:০৯:৪৯
ভারতের গুজরাটে একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণে ৬ শ্রমিক নিহত হয়েছেন। সোমবার ভোরে আমদাবাদ থেকে প্রায় ২৩৫ কিলোমিটার দূরে ভারুচ জেলার দাহেজ শিল্পাঞ্চল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
ভারুচের পুলিশ সুপার লীনা পাটিল জানিয়েছেন, সকালে ছয় জন শ্রমিক একটি চুল্লির কাছে কাজ করছিলেন। এ সময় হঠাৎই সেখানে বিস্ফোরণ ঘটে। এতে অগ্নিদগ্ধ হয়ে ওই শ্রমিকদের মৃত্যু হয়।
পুলিশ সুপার আরও বলেন, চুল্লিতে বিস্ফোরণের ফলে কারখানায় আগুন লেগে যায়। চুল্লির কাছে কর্মরত ছ’জনের সবাই মারা গিয়েছেন। পরে মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
তিনি জানান, আগুনও ইতিমধ্যেই নিয়ন্ত্রণে আনা হয়েছে। ঠিক কী কারণে এই বিস্ফোরণটি ঘটেছে তা জানতে তদন্ত শুরু হয়েছে।