২১ শতাংশ বেড়েছে ভারতের পাম অয়েল আমদানি

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৪-১১ ১৪:৩২:৪১


মার্চ মাসে ২১ শতাংশ বেড়েছে ভারতে পাম অয়েল আমদানি।যুদ্ধের কারণে ইউক্রেন থেকে সূর্যমুখী কেনা সম্ভব হচ্ছে না। ফলে বিকল্প হিসেবে পাম অয়েলের দিকেই ঝুঁকতে হচ্ছে ব্যবসায়ীদের। খবর রয়টার্স।

তথ্য বলছে, ইউক্রেনিয়ান সূর্যমুখী তেলের ভারতের জন্য উপযুক্ত অবলম্বন ছিল সয়াবিন তেল। কারণ অতিরিক্ত শুল্ক ও ব্যয়ে ভারতকে পাম অয়েল কিনতে হচ্ছিল। কিন্তু সয়াবিনের সবচেয়ে বড় উৎস লাতিন আমেরিকার দেশগুলোয় ভয়াবহ খরার কারণে বিপাকে পড়েছে ভারতীয় ভোজ্য তেল আমদানিকারকরা।

বর্তমানে ভারতের বাজারে পাম অয়েলের চাহিদা পণ্যটির দামকে আকাশচুম্বী করে তুলছে। পণ্যটির ভবিষ্যৎ সরবরাহ মূল্য এরই মধ্যে অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে। গত শনিবার প্রতি টনের দাম বেড়ে ৭ হাজার ২৬৮ রিঙ্গিতে উন্নীত হয়।

মার্চে ভারত ৫ লাখ ৫০ হাজার টন পাম অয়েল আমদানি করেছে। ফেব্রুয়ারিতে আমদানির পরিমাণ ছিল ৪ লাখ ৫৪ হাজার ৭৯৪ টন। চলতি মাসেও আমদানি ঊর্ধ্বমুখী থাকবে। তবে সূর্যমুখী তেল আমদানি আরো কমে যাবে। এমনটা জানিয়েছেন জি জি প্যাটেল ও নিখিল রিসার্চের ব্যবস্থাপনা পরিচালক গোবিন্দ ভাই প্যাটেল।

সানবিডি/এনজে