ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৩ জন নিহত

জেলা প্রতিনিধি আপডেট: ২০২২-০৪-১১ ১৫:৫৮:১৪


টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে শিশুসহ ৩ জন নিহত হয়েছেন। সোমবার (১১ এপ্রিল) দুপর দেড়টার দিকে উপজেলার হাতিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত তিন জন হলেন- ঘাটাইল উপ‌জেলার কদমতলীর গারট্ট গ্রা‌মের হা‌মিদ মিয়া (৫৫) ও তার মেয়ে তাহ‌মিনা (২৫) এবং তাহমিনার ১৪ মাস বয়সী ছেলে তাওহীদ।

বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশনের মাস্টার ইসমাইল হোসেন জানান, দুপু‌রে ঢাকা থে‌কে ছে‌ড়ে আসা জামালপুরগামী  জামালপুর এক্স‌প্রেস ট্রেন‌টির বঙ্গবন্ধু সেতুপূর্ব রেল স্টেশ‌নে যা‌চ্ছিল। এ সময় রেললাইনের হা‌তিয়ার অর‌ক্ষিত রেলক্রসিং দি‌য়ে এক‌টি অটোরিকশা পার হওয়ার সময় ট্রেন ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে দুই জনের মৃত্যু হ‌য়। আহত একজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

টাঙ্গাইল রেলওয়ে পুলিশের সাব-ইন্সপেক্টর মো. সাইফুল ইসলাম জানান, ঢাকা থেকে জামালপুর এক্সপ্রেস ট্রেনটি বঙ্গবন্ধু পূর্বপারের স্টেশনের যাচ্ছিল। এ সময় শিশুসহ ৩ জন ওই ট্রেনের নিচে কাটা পড়ে। এতে দুজন ঘটনাস্থলে এবং একজন টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।