বাংলাদেশে সেমিকনডাক্টর শিল্প স্থাপন করতে চায় নেদারল্যান্ডস
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৪-১১ ২১:৩৬:৪৩
নেদারল্যান্ডসভিত্তিক আন্তর্জাতিক বিশেষায়িত প্রতিষ্ঠান ব্রেইনপোর্ট বাংলাদেশে স্টার্টআপ ইকোসিস্টেম, সেমিকনডাক্টর ও অ্যাডভান্স হাইটেক ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করতে আগ্রহী ।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত অ্যান ভ্যান লিউয়েনের নেতৃত্বে ৭ সদস্যের একটি প্রতিনিধি দল সোমবার (১১ এপ্রিল) আগারগাঁওয়ের আইসিটি বিভাগের সভাকক্ষে এ আগ্রহের কথা জানায়।
এই প্রতিনিধি দলে আছেন ব্রেইনপোর্ট-এর সহ-প্রতিষ্ঠাতা পিটার পোর্টহেইন ও জুস্ট হেলমস, নেদারল্যান্ডস দূতাবাসের ইকোনমিক অ্যাফেয়ার্স সেক্রেটারি বাস ব্লাউ ও ইকোনমিক অ্যাফেয়ার্সের সিনিয়র উপদেষ্টা মন্নুজান খানম।
এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক ডা. বিকর্ণ কুমার ঘোষ প্রমুখ।
বৈঠকে দেশের ৩০০ স্কুল অব ফিউচার, ৩৯টি আইটি/হাইটেক পার্ক, ডিজরাপটিভ টেকনোলজির বিষয়ে জ্ঞান আহরণের জন্য শেখ হাসিনা ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিশেষায়িত ল্যাব ও স্টার্টআপ ইকোসিস্টেমসহ আইসিটি বিভাগের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন আইসিটি প্রতিমন্ত্রী।
সেমিকন্ডাক্টর প্রোডাকশন, অ্যাডভান্স হাইটেক ইন্ডাস্ট্রিসহ উল্লেখিত ক্ষেত্রে বাংলাদেশকে সার্বিক সহায়তায় নেদারল্যান্ডসের প্রতিনিধিদের আহ্বান জানান পলক।
বিশ্বের অন্যতম বৃহৎ সেমিকন্ডাক্টর নির্মাতা কোম্পানি এএসএমআর ও বিখ্যাত ইলেকট্রনিক্স কোম্পানি ফিলিপস— দুটোই নেদারল্যান্ডস ভিত্তিক প্রতিষ্ঠান।
তাদের সঙ্গে পার্টনারশিপে কাজ করা হবে বলে প্রতিনিধি দল প্রতিমন্ত্রীকে অবহিত করে।
এ ব্যাপারে একটি যৌথ ওয়ার্কিং কমিটি গঠনের বিষয়েও বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়।
সানবিডি/এনজে