সৌর পাওয়ার প্লান্ট অধিগ্রহণ করছে পিটিএল
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২২-০৪-১২ ০৯:৫৮:১৬
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেডের পরিচালনা পর্ষদ ব্যবসা সম্প্রসারণনের সিদ্ধান্ত নিয়েছে। এরই আলোকে ডায়নামিক সান এনার্জি পাওয়ার লিমিটেডের ৪৯ শতাংশ শেয়ার কিনার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানির পর্ষদ। গত ১১ এপ্রিল কোম্পানির পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কোম্পানি সূত্র মতে, পাবনা সদরের ভবানীপুর ও রতনপুর মৌজায় ডায়নামিক সান এনার্জি পাওয়ার ১০০ মেঘওয়াট সৌর পাওয়ার প্লান্ট করছে। এই কোম্পানিরর ৪৯ শতাংশ অধিগ্রহণ করবে প্যারামাউন্ট টেক্সটাইল। প্লান্টি করার জন্য খরচ হবে এক হাজার তিনশত কোটি টাকা। এই প্লান্টের মেয়াদ হবে ২০ বছর।
পূর্বের আছে দুটি প্লান্ট:
কোম্পানিটি বস্ত্র খাতের হলেও তাদের বহরে আরও দুটি প্লান্ট রয়েছে। এর মধ্যে একটি হলো এইচএফও এবং অন্যটি হলো সৌর পাওয়ার প্লান্ট।
প্যারামাউন্ট বিটেক এনার্জি: সিরজাঞ্জের বাগাবাড়িতে এইচএফও ২০০ মেঘওয়াটের একটি পাওয়ার প্লান্ট রয়েছে। এই কোম্পানির ৪৯ শতাংশ শেয়ারের মালিক প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেডে।
ইন্ট্রাকো সোলার পাওয়ার কোম্পানির ২৯ শতাংশ শেয়ার কিনার জন্য প্যারামাউন্ট টেক্সটাইলের ব্যয় হবে ১৮ কোটি ৪৮ লাখ ৭৫ হাজার টাকা। ৮০ শতাংশ শেয়ারের মধ্যে এখনই ২৯ শতাংশ অধিগ্রণ করা হবে। বাকী ৫১ শতাংশের চুক্তি করা হয়েছে। এগুলো আস্তে আস্তে প্যারামাউন্ট টেক্সটাইলের নামে চলে আসবে। এই শেয়ারের মালিক ছিলো ইন্ট্রাকো সিএনজি।
উল্লেখ্য, ইন্ট্রাকো গ্রুপের একটি কোম্পানি ইন্ট্রাকো রিফোয়েলিংক স্টেশন পুঁজিবাজারে তালিকাভুক্ত রয়েছে। ইন্ট্রাকো সিএনজির সাথে ইন্ট্রাকো রিফোয়েলিংক স্টেশনের মালিকানার কোন সম্পর্ক নেই।
আর্থিক অবস্থা:
২০১৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড। কোম্পানিটির ৬০ দশমিক ৯৬ শতাংশ শেয়ার রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। বাকী শেয়ারের মধ্যে প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৮ দশমিক ৪৮ শতাংশ, বিদেশী বিনিয়োগকারীদের কাছে ৪ দশমিক ১৬ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ২৬ দশমিক ৪০ শতাংশ শেয়ার।
৩০ জুন, ২০১৯ অর্থ বছেরর আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানিটির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস। নগদ ১৫ শতাংশ শুধুমাত্র সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য।
৩০ জুন ২০২০ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ ঘোষণা করা হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
এই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৪ টাকা ৪৬ পয়সা। একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৪ টাকা ২৬ পয়সা।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর