ফের কমেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৪-১২ ০৯:৩৪:৫৪


বৈশ্বিক বাজারে ফের কমেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। এ নিয়ে টানা দ্বিতীয় সপ্তাহের মতো পণ্যটির দাম কমল। এর আগে কয়েক সপ্তাহ ধরেই ভয়াবহ অস্থিতিশীলতার মধ্যে ছিল জ্বালানি তেলের বাজার।

এ বিষয়ে বাজারসংশ্লিষ্টরা জানান, বিশ্বের প্রধান ভোক্তা দেশগুলো অপরিশোধিত জ্বালানি তেলের ব্যাপক মূল্যবৃদ্ধি রুখতে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এ ধারাবাহিকতায় দেশগুলো কৌশলগত পেট্রোলিয়াম মজুদ থেকে অপরিশোধিত জ্বালানি তেল সরবরাহের ঘোষণা দিয়েছে। এর পরই পণ্যটির দাম কমতে শুরু করে। এছাড়া চীনে অব্যাহত লকডাউনের কারণেও দাম কমছে।

তথ্য বলছে, সর্বশেষ কার্যদিবসে আইসিই ফিউচারস ইউরোপে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম ৩৮ সেন্ট কমেছে। প্রতি ব্যারেলের মূল্য স্থির হয়েছে ১০২ ডলার ৪০ সেন্টে।

অন্যদিকে নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জে (নিমেক্স) মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ১৬ সেন্ট কমেছে। প্রতি ব্যারেলের মূল্য স্থির হয়েছে ৯৮ ডলার ১৮ সেন্টে। গত সপ্তাহে ব্রেন্টের দাম ১ দশমিক ৫ শতাংশ এবং ডব্লিউটিআইর দাম ১ শতাংশ কমেছিল।

সানবিডি/এনজে