বৈশ্বিক বাজার থেকে বিপুল পরিমাণ স্বর্ণ কিনেছে ভারত
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৪-১৩ ০৯:১৭:৫২
বিদায়ী অর্থবছর বিপুল পরিমাণ স্বর্ণ আমদানি করেছে ভারত। অলংকার খাতে মূল্যবান ধাতুটির চাহিদা আমদানি বৃদ্ধিতে বড় ভূমিকা পালন করেছে। তবে ঊর্ধ্বমুখী আমদানি দেশটির বাণিজ্য ঘাটতিও বাড়িয়েছে।
এ ব্যাপারে সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২১-২২ অর্থবছরে ভারতের স্বর্ণ আমদানি ৩৩ দশমিক ৩৪ শতাংশ বেড়েছে। এ সময় ৪ হাজার ৬১৪ কোটি ডলারের স্বর্ণ কেনা হয়। এর আগের অর্থবছর আমদানি করা হয়েছিল ৩ হাজার ৪৬২ কোটি ডলারের স্বর্ণ।
বিদায়ী অর্থবছর ঊর্ধ্বমুখী স্বর্ণ আমদানিতে বাণিজ্য ঘাটতি বেড়ে দাঁড়ায় ১৯ হাজার ২৪১ কোটি ডলারে, যা এর আগের অর্থবছর ছিল ১০ হাজার ২৬২ কোটি ডলার।
চীনের পর ভারত বিশ্বের শীর্ষ স্বর্ণ ব্যবহারকারী দেশ। মূলত দেশটির স্বর্ণালংকার খাত আমদানি বৃদ্ধির চালিকাশক্তি হিসেবে কাজ করছে। স্বর্ণ আমদানির মাধ্যমে অলংকার তৈরি করে তা বিভিন্ন দেশে রফতানি করে ভারত। বিদায়ী অর্থবছর দেশটির স্বর্ণালংকার রফতানি ৫০ শতাংশ বেড়েছে। এ সময় ৩ হাজার ৯০০ কোটি ডলারের অলংকার রফতানি করা হয়।
ভারতে বর্তমানে চলছে উৎসবের মৌসুম। উৎসবের আমেজকে ঘিরে দেশটির ব্যবসায়ীরা স্বর্ণের ওপর আকর্ষণীয় মূল্যছাড় দিচ্ছেন। এতে বেড়ে গিয়েছে মূল্যবান ধাতুটির চাহিদা। গত সপ্তাহের শুরুর দিকে স্থানীয় বাজারে স্বর্ণের দাম এক মাসের সর্বনিম্নে নেমে যায়।
সানবিডি/এনজে