রবির আলোয় হারিয়ে যাচ্ছে এয়ারটেল!!
আপডেট: ২০১৬-০২-২০ ১৩:২৭:১৭
একীভূত হওয়ার পর রবি আরো বেশি করে আলো ছড়ালেও ক্রমেই অস্তিত্ব বিলীন হবে এয়ারটেলের। একীভূত হওয়ার পর এয়ারটেলের বর্তমান ০১৬ সিরিজ না থাকার কারণে এই সংকট তৈরি হবে। পুরোনো নম্বরগুলো একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সচল থাকবে। কোড নম্বর হিসেবে পরিচিত এয়ারটেলের ০১৬ না দেওয়া হলে পুরাতন গ্রাহকদের ধরে রাখা সম্ভব হবে কিনা এনিয়ে দুশ্চিন্তায় পড়ে গেছেন সংশ্লিষ্ঠরা।
জানা গেছে, রবি ও এয়ারটেলের ব্যবসা একীভূত হয়ে রবির নামেই ব্যবসা চালানো হবে। একইভাবে কোড ও সিরিজের ক্ষেত্রে ০১৬ এর পরিবর্তে ০১৮ ব্যবহৃত হবে। এমতাবস্থায় অস্তিত্ব বিলিন হয়ে যাবে এয়াটেলের। এয়ারটেলের গ্রাহকরা রবির সাইনবোর্ড স্বস্তিও বোধ করবেন না। এ নিয়ে এয়ারটেলের গ্রাহকদের মধ্যে এক ধরনের ক্ষোভ আর উৎকণ্ঠা কাজ করছে।
বিষয়টিকে কীভাবে দেখছেন প্রশ্নের উত্তরে বিটিআরসি’র মুখপাত্র সারোওয়ার আলম বলেন, গ্রাহকদের এই বিষয়গুলো একীভূত অপারেটর স্পষ্ট করবে। গ্রাহকরা এটি মেনে নিলে অত বড় সমস্যা হওয়ার কিছু নেই। এখানে গ্রাহকের সিদ্ধান্তই চূড়ান্ত।
এ প্রসঙ্গে এয়ারটেলের গ্রাহক এম আর ইসলাম বলেন, এয়াটেলের শুরু থেকেই ০১৬ সিরিজের নম্বর ব্যবহার করে আসছি। একীভূত হওয়ার পর সিরিজ ও নম্বর পরিবর্তন হয়ে গেলে আমি ভিন্ন অপারেটর ব্যবহার করব।
উল্লেখ্য, দুই প্রতিষ্ঠান এক হলে আজিয়াটা ৬৮ দশমিক ৭ শতাংশ শেয়ার ও ভারতি ২৫ শতাংশ শেয়ার নিয়ন্ত্রণ করবে। বাকি ৬ দশমিক ৩ শতাংশ বর্তমানে রবির অপর শেয়ারহোল্ডার জাপানের এনটিটি ডকোমোর কাছে থাকবে। দুই কোম্পানি এক হলে তাদের গ্রাহক সংখ্যা দাঁড়াবে প্রায় চার কোটি, যা বাংলাদেশের মোট মোবাইল ফোন গ্রাহকের এক-চতুর্থাংশ এবং অবস্থানগত দিক থেকে হবে দ্বিতীয় বৃহত্তম অপারেটর।
সানবিডি/ঢাকা/রাআ