চেলসিকে টপকে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে রিয়াল

স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২২-০৪-১৩ ১৫:৪১:২৪


চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে জমজমাট আর রোমাঞ্চে ঠাসা দ্বিতীয় লেগে রিয়াল মাদ্রিদকে ৩-২ গোলে হারিয়েছে চেলসি। তবে, প্রথম লেগে ৩-১ গোলে জয় পাওয়া রিয়াল ৫-৪ এগ্রেগেটে নিশ্চিত করেছে সেমির টিকেট।

এদিকে, ভিয়ারিয়ালের বিপক্ষে গোল এগ্রেগেটে পিছিয়ে আসর থেকে ছিটকে গেছে বায়ার্ন মিউনিখ।

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে চেলসির বিপক্ষে ম্যাচের শুরু থেকেই কোনঠাসা রিয়াল মাদ্রিদ। মাত্র ১৫ মিনিটেই মাউন্টের গোলে লিড নেয় চেলসি। ৫১ মিনিটে কর্নার কিকে হেড দিয়ে লক্ষ্য ভেদ করেন রুডিগার।

শ্বারুদ্ধকর ম্যাচের ৭৫ মিনিটে দুর্দান্ত গোল করে ব্যবধানটা ৩-০ করেন ভেরনার। গোল এগ্রেগেটেও লিড পায় চেলসি। তবে, ৮০ মিনিটে রদ্রিগো লক্ষ্যভেদ করলে, এগ্রেগেটে ফেরে সমতা। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। যেখানে ম্যাচের ভাগ্য গড়ে দেন বেনজামা। চেলসি ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়লেও, ৫-৪ গোল এগ্রেগেট সেমির টিকেট নিশ্চিত করে রিয়াল মাদ্রিদ।

অপর কোয়ার্টারের দ্বিতীয় লেগে ঘরের মাঠে ভিয়ারিয়ালের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বায়ার্ন মিউনিখ। তবে, প্রথম লেগে ১-০ গোলের হারায়, ২-১ গোল এগ্রেগেটে আসর থেকে ছিটকে গেলো বাভারিয়ানরা।

এএ