নিরাপত্তা বাহিনী নিয়ে মার্কিন প্রতিবেদনে তথ্যবিভ্রাট হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৪-১৩ ১৭:১০:১৪
নিরাপত্তা বাহিনীর ক্ষমতার অপব্যবহার নিয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় যে প্রতিবেদন প্রকাশ করেছে সেখানে তথ্যবিভ্রাট হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
তিনি বলেন, প্রথম কথা হলো এই অভিযোগটা বোধহয় ২০২১ এর, ২০২২ এর নয়। ২০২১-এ যে পরিমাণ গুম-খুনের কথা এখানে বলা হচ্ছে আমাদের রেকর্ডে কিন্তু সে পরিমাণ নেই।
বুধবার (১৩ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের তিনি একথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, তাদের তথ্যে বিভ্রাট রয়েছে। তারপরও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিবেদনে যা বলা হয়েছে তার অনুসন্ধান করা হবে। অনেকে নিজেই নিখোঁজ থেকে গুমের অভিযোগ করেন। স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, কাউকে রাজনৈতিক উদ্দেশ্যে হয়রানি করা হয়নি। বিচার বিভাগ সব সময় স্বাধীন। এখানে রাজনৈতিক হয়রানির কোনো সুযোগ নেই।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, প্রায় সব অভিযোগই আমরা অনুসন্ধান করে দেখেছি। অনেকগুলিই হয়তো আত্মগোপন করে গুম বলে চালিয়ে দিয়েছে। আপনারা কয়েকদিন আগেই দেখেছেন, এক লোক আড়াই বছর বা তারও বেশি সময় পর এসে বলছে, তিনি ইচ্ছে করেই গুম হয়েছিলেন। তাই নানা কারণেই গুম হয়ে থাকে। আমাদের আইনশৃঙ্খলা বাহিনীও অনেককে উদ্ধার করেছে। যুক্তরাষ্ট্রের যে মানবাধিকার রিপোর্ট বেরিয়েছে, তাতে কিছু বিভ্রাট আছে। তথ্যগত কিছু গোলযোগ আছে।