দক্ষিণ আফ্রিকায় বন্যা-ভূমিধসে ৩ শতাধিক মানুষের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-০৪-১৪ ১৩:৩৪:১৯


দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ বন্যা-ভূমিধসে প্রাণ হারিয়েছেন ৩ শতাধিক মানুষ। আর ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ। বুধবার (১৩ এপ্রিল) দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় নিশ্চিত করে এসব তথ্য। খবর বিবিসির।

গেলো সপ্তাহ থেকেই দক্ষিণ আফ্রিকার কুয়াজুলু-নাটাল প্রদেশে হচ্ছে ভারি বৃষ্টিপাত। কর্তৃপক্ষ জানিয়েছে, কাঁদামাটির নিচে এখনো চাপা পড়ে আছেন বহু মানুষ। নিখোঁজদের সন্ধান এবং দুর্গত এলাকা থেকে বাসিন্দাদের উদ্ধারে কাজ করছে সেনাবাহিনী।

জরুরি ত্রাণ সহযোগিতায় সরকারি-বেসরকারি ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে প্রশাসন। বৈরি আবহাওয়ার কারণে বহু এলাকায় এখনো বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন। মিলছে না সুপেয় পানি। বুধবার দুর্গত এলাকা সফরে যান প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। এ সময় ভুক্তভোগী পরিবারগুলোকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন।