ভারতে ওষুধ কারখানায় অগ্নিকাণ্ডে ৬ জন নিহত
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-০৪-১৪ ১৪:৪৬:৪৮
ভারতের অন্ধ্রপ্রদেশের একটি ওষুধ কারখানায় আগুন লেগে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এলুরু জেলার আক্কিরেড্ডিগুড়েম এলাকায় স্থানীয় সময় বুধবার মধ্যরাতে এই ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, অগ্নিকাণ্ডের সময় কারখানায় রাতের শিফটে কাজ করছিলেন অনেক শ্রমিক।
গ্যাস লিক করে আগুন লেগেছে বলে জানিয়েছে অন্ধ্র সরকার। ঘটনায় ১২ জন আহত হয়েছেন। তারা হাসপাতালে ভর্তি। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
জানা গেছে, আগুনের তেজ এতটাই বেশি ছিল যে, সেখানে কর্মরত শ্রমিকরা পালাতে পারেননি।
ঘটনার পরেই দুঃখপ্রকাশ করেছেন সেখানকার মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি। মৃতদের পরিবারের জন্য ২৫ লাখ টাকা করে ঘোষণা করেছেন। পাশাপাশি গুরুতর আহতদের জন্য পাঁচ লাখ এবং কম আহতদের জন্য দুই লাখ টাকা করে সরকারের তরফে ঘোষণা করা হয়েছে।
ওই জেলার পুলিশ সুপার এবং জেলা কালেক্টরকে ওই ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
সানবিডি/এনজে