শিশু নির্যাতনের বিরুদ্ধে মুখ খুললেন মুশফিক

প্রকাশ: ২০১৬-০২-২০ ১৬:১৬:০৮


musfik2শিশুকে নির্যাতন করে মেরে ফেলার মতো বড় অপরাধ আর হয় না। শিশু নির্যাতন নিয়ে বরাবরই সোচ্চার টাইগারদের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। হবিগঞ্জের বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামে শিশুদের শোকে এবার মুখ খুললেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে জাতীয় ক্রিকেট দলের এই টেস্ট অধিনায়ক। লিখেছেন, ‘আমরা কি জীবনেও বদলাবনা? এসবের শেষ কবে? আমাদের মানবতা কোথায় হারিয়ে গেল? শিশু নির্যাতন কোন ভাবেই মেনে নেয়া যায় না…

দিন দুয়েক আগের ঘটনা। হবিগঞ্জের বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামে চারটি শিশুকে মেরে বালুচাপা দিয়ে রাখা  বিস্ময়ে, শোকে স্তব্ধ পুরো গ্রামের মানুষ, গোটা দেশেরও।  এবার এর বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানালেন মুশফিক।

সানবিডি/ঢাকা/এসএস