পোল্যান্ডে ১৫০ সেনা পাঠাচ্ছে কানাডা
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-০৪-১৫ ১৫:২৮:৪৮
মানববিক ত্রাণ কাজে সহায়তার জন্য ইউক্রেনের প্রতিবেশী দেশ পোল্যান্ডে ১৫০ জন সেনা সদস্য পাঠাচ্ছে কানাডা। কানাডার প্রতিরক্ষা মন্ত্রী অনিতা আনন্দ দেশটির ট্রেনটন সেনাঘাঁটিতে এ ঘোষণা দেন। খবর আনাদোলুর।
অনিতা বলেন, রুশ আগ্রাসনে ২৭ লাখ ইউক্রেনীয় প্রতিবেশী দেশ পোল্যান্ডে গিয়ে আশ্রয় নিয়েছেন।
এই বিশাল সংখ্যক শরণার্থী নিয়ে বেশ ঝামেলায় পড়েছে দেশটি। তাই শরণার্থীদের মধ্যে ত্রাণ বিতরণে সহায়তা করার জন্য এসব কানাডিয়ান সেনারা কাজ করবেন।
অনিতা আনন্দ আরও বলেন, রুশ-ইউক্রেন যুদ্ধে আমরা ইউক্রেনের সঙ্গে আছি।