পাকিস্তানে পৃথক সন্ত্রাসী হামলা, ৮ সেনা নিহত
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-০৪-১৫ ১৮:০০:৫৪
পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে পৃথক দুটি সন্ত্রাসী হামলায় ৮ সেনা নিহত হয়েছেন। এক ঘটনায় ৭ জন আর অপর ঘটনায় এক সেনা নিহত হন।
শুক্রবার (১৫ এপ্রিল) নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে ডন এ কথা জানিয়েছে।
উত্তর ওয়াজিরিস্তানের আদিবাসী অধ্যুষিত জেলা দাতাখেলে সন্ত্রাসীরা নিরাপত্তা বাহিনীর একটি গাড়িতে অতর্কিতে হামলা চালালে ৭ সেনা নিহত হন। দ্বিতীয় ঘটনাটি ঘটে জেলার ইশাম এলাকায়। নিরাপত্তা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে লড়াইয়ে এক সেনা নিহত হন।
নিহত সেনারা হলেন হাবিলদার তারিক, সিপাহি আরশাদ, কাশিফ, জুনাইদ, ইজাজ, ওয়াকাস ও জাওয়াদ মির। একটি সামরিক হেলিকপ্টারে করে তাদের মরদেহ মিরামশাহে নেওয়া হয়।
এদিকে আইএসপিআরের সংবাদ সম্মেলনে বৃহস্পতিবার বলা হয়েছে, চলতি বছরের প্রথম ৩ মাসে ৯৭ জন কর্মকর্তা ও সেনাসদস্য নিহত হয়েছেন। সর্বশেষ ৮ জন নিয়ে এ সংখ্যা ১০৫। একই সময়ে ১২৮ সন্ত্রাসী নিহত হয়েছে।
সূত্র : ডন