সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে জেএমআই হসপিটাল

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০৪-১৬ ১২:৫২:৫৬


ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে জেএমআই হসপিটাল লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত সপ্তাহে কোম্পানির দর বেড়েছে ৪৫ দশমিক ৬১ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৬৫ লাখ ৭০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১৬ লাখ ৪২ হাজার ৫০০ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা আইপিডিসির শেয়ার দর বেড়েছে ১১ দশমিক ৪৫ শতাংশ। শেয়ারটি সর্বমোট ১৭১ কোটি ৯৮ লাখ ৫৮ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৪২ কোটি ৯৯ লাখ ৬৪ হাজার ৫০০ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা প্রাইম ইন্স্যুরেন্সের শেয়ার দর বেড়েছে ৭ দশমিক ৭৮ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৫ কোটি ৭২ লাখ ৯৪ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১ কোটি ৪৩ লাখ ২৩ হাজার ৫০০ টাকা।

তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে– সোনালী পেপারের ৮.৫০ শতাংশ, এপেক্স ট্যানারির ৮.৪৫ শতাংশ, এইচআর টেক্সটাইলের ৭.৫৯ শতাংশ, সিটি ব্যাংকের ৫.৫৮ শতাংশ, ফার্মা এইডসের ৫.৫৬ শতাংশ, প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচ্যুয়াল ফান্ডের ৫.৪৮ শতাংশ এবং ওয়াইম্যাক্সের শেয়ার দর ৫.২১ শতাংশ বেড়েছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস