হতাশ হয়ে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে রাশিয়া: জেলেনস্কি
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-০৪-১৬ ১৩:০০:০৫
রাশিয়া তাদের আগ্রাসনে হোঁচট-খাওয়ার পর হতাশা থেকে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শুক্রবার তিনি এ মন্তব্য করেন। খবর এএফপি’র।
এ ধরনের হুমকির ব্যাপারে জানতে চাইলে জেলেনস্কি বলেন, পরমাণু অস্ত্র বা কিছু রাসায়নিক অস্ত্রের ব্যাপারে রাশিয়া কথা বলা শুরু করায় ‘সারা বিশ্ব’ স্তম্ভিত।
তিনি সিএনএন’কে বলেন, ‘তারা তা করতে পারে। তাদের কাছে লোকজনের জীবনের কোন মূল্য নেই।’