পুলিশের গুলিতে পুলিশ নিহত

আপডেট: ২০১৬-০২-২১ ০১:২৪:১৮


police-b20160220112101রাঙ্গামাটিতে সহকর্মীর গুলিতে প্রাণ হারিয়েছেন পূর্ণ বড়ুয়া নামে এক পুলিশ কনস্টেবল। শনিবার দুপুরে শহরের সুখী নীলগঞ্জ পুলিশ লাইনে এ ঘটনা ঘটে। এতে ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত পূর্ণ বড়ুয়া চট্টগ্রামের রাউজান উপজেলার পূর্বগুজরা গ্রামের শেখর বড়ুয়ার ছেলে। অন্যদিকে সৌরভ বড়ুয়া একই উপজেলার বাসিন্দা। তারা দুইজনই একই তারিখে পুলিশ বিভাগে যোগদান করেন বলে জানিয়েছেন সহকর্মীরা।

পুলিশ জানায়, দুপুরে পুলিশ লাইনে দায়িত্ব পালন করছিলেন দুই কনস্টেবল সৌরভ বড়ুয়া ও পূর্ণ বড়ুয়া। দায়িত্ব পালনকালে অস্ত্র নাড়াচাড়ার সময় অসাবধানতা বশত সৌরভ বড়ুয়ার অস্ত্র থেকে গুলি বেরিয়ে যায়। এতে সহকর্মী পূর্ণ বড়ুয়ার কোমরে গুলি লাগে। পরে গুরুতর আহত কনস্টেবল পূর্ণ বড়ুয়াকে রাঙ্গামাটি সদর হাসপাতালে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়। ঘটনার পরপরই হাসপাতালে ছুটে যান জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন ও পুলিশ সুপার মো. সাঈদ তারিকুল হাসান।

জেলা পুলিশ সুপার(এসপি)মো. সাঈদ তারিকুল হাসান জানান, ঘটনাটি অসাবধানতা বশত ঘটেছে। ঘটনার সঙ্গে সঙ্গে গুলিবিদ্ধ পূর্ণ বড়ুয়াকে রাঙ্গামাটি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার পর সৌরভ বড়ুয়াও অসুস্থ হয়ে পড়েছেন। তাকে প্রাথমিক চিকিৎসার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে ঘটনাটির বিস্তারিত কারণ জানতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও উল্লেখ করেন পুলিশ সুপার।

আর ওই কমিটিকে সাত দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। তদন্ত রিপোর্ট অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

রাঙ্গামাটি সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াহিদুর রহমান জানান, কোমরের কিডনির স্থানে গুলিবিদ্ধ হওয়ায় অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাৎক্ষণিকভাবে পূর্ণ বড়ুয়ার মৃত্যু হয়েছে।

এদিকে, জেলা পুলিশের বক্তব্যে অস্ত্র নাড়াচাড়ায় অসতর্কতার কারণে ঘটনাটি ঘটেছে বলে দাবি করা হলেও এর পেছনে অন্য রহস্যের কথাও শোনা যাচ্ছে। ঘটনাটিকে কেউ কেউ হত্যাকাণ্ড বলেও উল্লেখ করেছেন। তাদের ধারণা, এটি ঘটেছে ত্রিভুজ প্রেমকে ঘিরে।