তাইওয়ান সীমান্তে চীনের সামরিক মহড়া

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-০৪-১৬ ১৫:৩৭:১৭


তাইওয়ান সীমান্তের কাছে বিশাল সামরিক মহড়া করেছে চীন। শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের তাইপে সফরকালেই এ মহড়া করলো বেইজিং। খবর সিএনবিসিনিউজের।

শুক্রবার (১৫ এপ্রিল) অত্যাধুনিক যুদ্ধজাহাজ, বোমারু ও যুদ্ধ বিমান নিয়ে আকাশ ও নৌপথে শক্তিমত্তা প্রদর্শন করে চীনা সেনারা। এদিকে, চীনের সামরিক মহড়ার মাত্র কয়েক ঘণ্টা আগেই আলোচনার জন্য তাইওয়ানে পৌঁছান মার্কিন উচ্চপর্যায়ের প্রতিনিধিদলটি।

এই মহড়াকে তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রের ভুল পদক্ষেপের জবাব বলে উল্লেখ করেছে বেইজিং। একই সাথে প্রতিনিধি দলের সফরকে ঘিরে নতুন করে উত্তেজনা ছড়ানোর আশঙ্কা জানায় তারা।