পদ্মা সেতুর উদ্বোধন হতে পারে জুনেই: কাদের

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-০৪-১৬ ১৭:১৫:৩১


চলতি বছরের জুনে পদ্মা সেতু চলাচলের জন্য খুলে দেওয়া হবে বলে জানিয়েছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সেতু নির্মাণের অনেক মালামাল আসতে বিলম্ব হওয়ায় ঘোষিত সময়ে সেতু উদ্বোধন শঙ্কায় পড়ে। জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও জানান, দেশের সবচেয়ে বড় এই মেগাপ্রকল্প উদ্বোধন চলতি বছর শেষ দিকে হতে পারে। তবে `শতভাগ সততার‘ সঙ্গে পদ্মাসেতুর নির্মাণ কাজ হচ্ছে, উল্লেখ করে ওবায়দুল কাদের আবার জানালেন, আগামী জুন মাসেই পদ্মা সেতুর উদ্বোধন হতে পারে।

আজ শনিবার (১৬ এপ্রিল) ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি আয়োজিত রমজান উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এতিম, প্রতিবন্ধী, অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ এবং রাজধানীর পল্লবী হত্যাকাণ্ডের শিকার আওয়ামী লীগ নেত্রী উমামা বেগম কনকের পরিবার ও ক্যান্সারে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে নগদ অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন।

সানবিডি/এনজে