৬ শতাংশ কমেছে ব্রাজিলের কফি রফতানি
সান বিডি ডেস্ক আপডেট: ২০২২-০৪-১৭ ১৪:৫৬:৩৯
মার্চে কমেছে ব্রাজিলের কফি রফতানি। মূলত রসদ সরবরাহ, জাহাজীকরণ ব্যয়, কনটেইনার সংকট ও ঊর্ধ্বমুখী দামের কারণে রফতানিতে নিম্নমুখিতা দেখা দেয়। এ নিয়ে টানা দ্বিতীয় মাসের মতো রফতানি কমল। সম্প্রতি এ তথ্য জানিয়েছে দেশটির কফি রফতানিকারকদের সংগঠন সিক্যাফে।
গত মাসে দক্ষিণ আমেরিকার দেশটি ৩৬ লাখ ব্যাগ (প্রতি ব্যাগে ১৩২ পাউন্ড) কফি রফতানি করে। গত বছরের একই সময়ের তুলনায় রফতানি ৬ শতাংশ কমেছে। রফতানি কমার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে রোবাস্তা কফি। এটির রফতানি গত বছরের একই সময়ের তুলনায় ৬৫ শতাংশ কমেছে। রফতানির পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ২৩ হাজার ৪৩৭ ব্যাগে।
অন্যদিকে অ্যারাবিকা কফি রফতানি কিছুটা বেড়েছে। গত মাসে ব্রাজিল সব মিলিয়ে ৩১ লাখ ব্যাগ অ্যারাবিকা রফতানি করে, যা গত বছরের একই সময়ের তুলনায় দশমিক ৭ শতাংশ বেশি। এছাড়া প্রক্রিয়াজাত কফি রফতানি ৭ দশমিক ৮ শতাংশ কমে ৩ লাখ ৫৬ হাজার ৩৪২ ব্যাগে নেমেছে বলে জানায় সিক্যাফে।
সংগঠনটি জানায়, সম্প্রতি বিশ্ববাজারে ব্রাজিলের অ্যারাবিকা কফির চাহিদা লক্ষণীয় মাত্রায় বেড়েছে। এর আগে কনটেইনার সংকট ও জাহাজীকরণ জটিলতার কারণে কফিটির রফতানি টানা আট মাস ধরে নিম্নমুখী ছিল।
সানবিডি /এনজে