রমজানে টিসিবিকে সরকারের ৬৫৪ কোটি টাকা ভর্তুকি
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৪-১৭ ১৭:৪০:৫৬
পবিত্র রমজান মাস উপলক্ষে সারাদেশে নিম্ন আয়ের এক কোটি পরিবারকে সাশ্রয়ী মূল্যে পণ্য দিতে ৬৫৪ কোটি টাকা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশকে (টিসিবি) সরকারের ভর্তুকি দিতে হচ্ছে। এ ভর্তুকি টিসিবির নিয়মিত কার্যক্রমের ভর্তুকির অতিরিক্ত।
সম্প্রতি টিসিবির তৈরি করা এক প্রতিবেদন থেকে জানা গেছে রমজান উপলক্ষে বিশেষ কার্ডের মাধ্যমে সারাদেশে এক কোটি পরিবারকে টিসিবি ভর্তুকি মূল্যে সয়াবিন তেল, চিনি, মসুর ডাল, ছোলা ও খেজুর সরবরাহ করছে। ঢাকা ও বরিশাল সিটি করপোরেশন বাদে অন্যান্য সিটি করপোরেশন, পৌরসভা, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে উপকারভোগী নির্বাচন করে তাদের কাছে টিসিবি এসব পণ্য পৌঁছে দিচ্ছে। এজন্য পরিবারগুলোকে দেওয়া হয়েছে বিশেষ কার্ড। একটি কার্ডের বিপরীতে ভর্তুকি মূল্যে ২ লিটার ভোজ্যতেল, ২ কেজি করে চিনি, ছোলা, মসুর ডাল ও চিনি দেওয়া হচ্ছে। একটি পরিবার রমজানে দু’বার করে পাচ্ছে এসব পণ্য।
এ ব্যাপারে জানা গেছে, পণ্য কিনতে টিসিবির খরচ হয়েছে এক হাজার ৫৪২ কোটি টাকা। ভর্তুকি মূল্যে বিক্রি শেষে পাওয়া যাবে ৯৫০ কোটি টাকা। এ ছাড়া পরিবহন, গুদামজাতকরণসহ অন্যান্য খরচের কারণে ভর্তুকির পরিমাণ বাড়বে। সবচেয়ে বেশি ভর্তুকি দিতে হচ্ছে সয়াবিন তেলে। ভোজ্যতেল বাবদ ভর্তুকি দিতে হবে ২১৫ কোটি টাকা। ১১৬ কোটি টাকা ভর্তুকি দিতে হবে চিনিতে। ১৯২ কোটি টাকা ভর্তুকি দিতে হবে মসুর ডালে। ছোলায় ৬৬ কোটি এবং খেজুরে ৩৭ কোটি টাকা ভর্তুতি দিতে হচ্ছে।
এর বাইরে জেলা প্রশাসকের গুদামে মজুত করা ও ফ্যামিলি কার্ড তৈরির খরচ বাবদ যাচ্ছে ২৫ কোটি টাকা। জরিপ করতে ১০ কোটি, পরিবহনে ১০ কোটি, গুদাম ভাড়া ৩ কোটি ২৫ লাখ এবং পণ্য লোড-আনলোড বাবদ ১৩ কোটি টাকা খরচ হচ্ছে।
সানবিডি/এনজে