স্ট্যান্ডার্ড ব্যাংকে যাকাত বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-০৪-১৭ ২১:১৭:২৫


অর্থনৈতিক বৈষম্য দূরীকরণ, দারিদ্র্য বিমোচন এবং সর্বোপরি একটি সহযোগিতামূলক সমাজ প্রতিষ্ঠায় যাকাতের অবদান তুলে ধরতে ও সেই সাথে সকলকে যাকাত আদায়ে উৎসাহিত করতে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড সম্প্রতি ভার্চুয়াল প্লাটফর্মে “রোল অব যাকাত অন পোভার্টি অ্যালিভিয়েশন” শীর্ষক এক সেমিনারের আয়োজন করেছে।

এসবিএল ইসলামি ব্যাংক কনভার্শন প্রজেক্ট এর কোঅর্ডিনেটর, হেড অব বিজনেস ডেভেলপমেন্ট ও হেড অব এসবিএল শরি’য়াহ্ সেক্রেটারিয়েট মোঃ মোহন মিয়াার সভাপতিত্বে আয়োজিত এই সেমিনারে প্রধান বক্তা হিসেবে অংশগ্রহণ করেন ইসলামি চিন্তাবিদ, মিডিয়া ব্যক্তিত্ব, একাধিক ইসলামি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শরি’আহ্ সুপারভাইজরি কমিটির সদস্য, ন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ মানজুরে ইলাহী।

সেমিনারে ব্যাংকের সর্বস্তরের নির্বাহীবৃন্দসহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অনলাইনে যুক্ত ছিলেন।

প্রধান বক্তা হিসেবে ড. ইলাহী ইসলামে যাকাতের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন এবং অর্থনৈতিক বৈষম্য দূরীকরণ ও দারিদ্র্য বিমোচনে যাকাত আদায়ে সকলকে পরামর্শ দেন।

ব্যাংকের হেড অব বিজনেস ডেভেলপমেন্ট ও এসবিএল শরি’য়াহ্ সেক্রেটারিয়েট মোঃ মোহন মিয়া সেমিনারে উপস্থিত থাকার জন্য ড. ইলাহীকে ধন্যবাদ জানান। তিনি যাকাত আদায়ে সচেষ্ট হবার জন্য অংশগ্রহণকারী সকলের প্রতি আহ্বান জানান। যাকাত সংশ্লিষ্ট বিষয়ে প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে এই সেমিনার সমাপ্ত হয়।

এএ