৮ দশমিক ৫ শতাংশ বেড়েছে ভারতে কয়লা উত্তোলন

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৪-১৮ ০৯:২২:২৯


গত বছরের দ্বিতীয়ার্ধে নজিরবিহীন কয়লা সংকটের মখে পড়ে ভারত। তবে উত্তোলন বাড়াতে যথাযথ উদ্যোগ নেয়ায় এ সংকট কাটতে শুরু করেছে। বিদায়ী অর্থবছর দেশটিতে কয়লা উত্তোলন আগের অর্থবছরের তুলনায় ৮ দশমিক ৫ শতাংশ বেড়েছে।

এ বিষয়ে ভারতের কয়লাবিষয়ক মন্ত্রী প্রল্লাদ জোশি বলেন, ২০২১-২২ অর্থবছর ভারত ৭৭ কোটি ৭২ লাখ ৩০ হাজার টন কয়লা উত্তোলন করে। ২০২০-২১ অর্থবছরে উত্তোলন করা হয়েছিল ৭১ কোটি ৬০ লাখ টন। সে হিসাবে উত্তোলন ৮ দশমিক ৫ শতাংশ বেড়েছে। এছাড়া কয়লা পরিবহন ১৮ দশমিক ৪৩ শতাংশ বেড়েছে।

সানবিডি/এনজে