গেইনারে বীমা খাতের ৩ কোম্পানি
প্রকাশ: ২০১৬-০২-২১ ১৩:২৪:১৭
সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ‘এ’ ক্যাটাগরিতে টপটেন গেইনারে বিমা খাতের তিন কোম্পানি উঠে এসেছে। কোম্পানিগুলো হচ্ছে- প্রাইম ইসলামী লাইফ, ফারইষ্ট ইসলামী লাইফ ও রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
ডিএসই সূত্রে জানা যায়, আলোচিত সপ্তাহে প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারের দর বেড়েছে ২১ দশমিক ৮৫ শতাংশ। গড়ে প্রতিদিন কোম্পানিটির ৩ কোটি ১ লাখ ৩৯ হাজার ৪০০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ১৫ কোটি ৬ লাখ ৯৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। এই কোম্পানির শেয়ার দর ১৮ দশমিক ৭৭ শতাংশ বেড়েছে। গড়ে প্রতিদিন কোম্পানিটির ২ কোটি ২৭ লাখ ৮৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ১১ কোটি ৩৯ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আর তৃতীয় স্থানে থাকা রূপালী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর ১০ শতাংশ বেড়েছে। গড়ে প্রতিদিন কোম্পানিটির ১ কোটি ৬৪ লাখ ৩৬ হাজার ৮০০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ৮ কোটি ২১ লাখ ৮৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
‘এ’ ক্যাটাগরিতে থাকা টপটেন গেইনারে অন্য কোম্পানিগুলো হচ্ছে সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ, আমান ফিড, জিপিএইচ ইস্পাত, প্রিমিয়ার সিমেন্ট মিলস, এইমস ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ও গ্রামীণ মিউচ্যুয়াল ওয়ান লিমিটেড।
সানবিডি/ঢাকা/আহো