পাকিস্তানে প্রথম ধাপে ১০-১২ জন মন্ত্রীর শপথের সম্ভাবনা

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-০৪-১৮ ১৩:৩৯:২৬


পাকিস্তানে শাহবাজ শরীফের নতুন সরকারে প্রথম ধাপে শপথ নিতে পারেন ১০ থেকে ১২ জন মন্ত্রী। সোম অথবা আগামী মঙ্গলবার শপথ নিতে পারেন তারা। একাধিক সূত্রের বরাতে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম জিও নিউজ।

এ বিষয়ে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে প্রথম দফায় জোটের সব অংশীদারদের মন্ত্রিসভায় পদ দেওয়ার পরামর্শ দিয়েছেন পাকিস্তান পিপলস পার্টি পিপিপি’র আসিফ আলী জারদারি।

দ্য নিউজ নিউজ জানিয়েছে, মন্ত্রিসভা চূড়ান্ত করতে পিপিপি’র চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো-জারদারি এবং দলের কো চেয়ারম্যান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে শনিবার রাতে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন। একাধিক সূত্রে জানা গেছে, ১০ থেকে ১২ জন প্রথম ধাপে শপথ নিতে যাচ্ছেন।

শনিবার আসিফ আলী জারদারি সাংবাদিকদের বলেন পিপিপি মন্ত্রিসভায় যোগ দিচ্ছে না। কারণ তিনি চান, জোটের অংশীদারদের আগে অগ্রাধিকার দেওয়া হোক। পরে অবশ্য পিপিপি’র জ্যেষ্ঠ নেতারা তার বক্তব্যের ব্যাখ্যায় বলেন, ওই বক্তব্যের অর্থ এই নয় যে, দল মন্ত্রিসভায় যোগ দেবে না।

এর আগে, নানা নাটকীয়তার মধ্যে দিয়ে ইমরান খানের সরকারকে ক্ষমতাচ্যুত হতে হয়। এরপরই পার্লামেন্টে ভোটে পাকিস্তানের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন নওয়াজ শরিফের ভাই শাহবাজ শরিফ।

সানবিডি/এনজে