‘বিএনপি ধ্বংসাত্মক পথ বেছে নিলে প্রতিরোধ গড়ে তোলা হবে’
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৪-১৮ ১৭:১৮:০১
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আন্দোলনের নামে বিএনপি যদি আবারও ধ্বংসাত্মক পথ বেছে নেয় তাহলে জনগণকে সাথে নিয়ে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে।
সোমবার (১৮ এপ্রিল) সকালে এক বিবৃতিতে তিনি একথা জানান। বলেন, বিএনপির ঘোষণায় শক্তিহীন দুর্বল দলের বহিঃপ্রকাশ ঘটেছে।
তিনি আরও বলেন, বিএনপি একটি অন্তঃসারশূন্য রাজনৈতিক দল। কোনো রাজনৈতিক দল শক্তিশালী বিরোধী দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার লক্ষ্যে জাতীয় সংসদে প্রয়োজনীয় সংখ্যক আসন নিশ্চিত করা দরকার। কিন্তু এক্ষেত্রে বিএনপির আসন সংখ্যা কত বলেও মন্তব্য করেন তিনি।
ওবায়দুল কাদের জানান, বিএনপি কত শক্তিশালী বিরোধী দল হতে পেরেছে তা জাতির সামনে পরিষ্কার।