নির্বাচন থেকে সরে দাড়াঁলেন জেব বুশ

প্রকাশ: ২০১৬-০২-২১ ১৩:৫৪:১৪


বুশআসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী বাছাইয়ের লড়াই থেকে বিদায় নিয়েছেন ফ্লোরিডার সাবেক গভর্নর জেব বুশ। গতকাল শনিবার সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে অনুষ্ঠিত প্রাইমারিতে ক্যাসিনো ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্পের কাছে পরাজিত হয়ে এই সিদ্ধান্তের ঘোষণা দেন জেব বুশ।

রিপাবলিকান দলের মনোনয়ন প্রত্যাশীদের প্রতিদ্বন্দ্বিতার লড়াইয়ে সাউথ ক্যারোলিনাতে প্রাথমিক নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জয় পাও্য়ার পর, ট্রেড ক্রুজ ও মার্কো রুবিওর মধ্যে চলছে দ্বিতীয় স্থান পাওয়ার প্রতিদ্বন্দ্বীতা।

নানা বেপরোয়া কথাবার্তার পরও রক্ষণশীল অঙ্গরাজ্য সাউথ ক্যারোলাইনায় ট্রাম্প তাঁর নিকটবর্তী প্রতিদ্বন্দ্বীকে হারিয়েছেন প্রায় ১০ শতাংশ ব্যবধানে। সেখানে ২২ শতাংশের কিছু বেশি ভোট পেয়ে কাছাকাছি অবস্থান করছেন ক্রুজ ও রুবিও। সর্বাত্মক প্রচার-প্রচারণা ও সবচেয়ে বেশি অর্থ ব্যয় করেও জেব বুশ এই অঙ্গরাজ্যে ভোট পেয়েছেন মাত্র আট শতাংশ।

গতকাল রাতেই জেব বুশের পক্ষ থেকে নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে। প্রাতিষ্ঠানিক রক্ষণশীলদের প্রিয় হিসেবে পরিচিত এই মনোনয়নপ্রত্যাশীর পক্ষে তাঁর ভাই জর্জ ডব্লিউ বুশ, তাঁর মা সাবেক ফার্স্টলেডি বারবারা বুশ প্রচারে নেমেছিলেন। কিন্তু জেব বুশের শেষ রক্ষা হয়নি।

সানবিডি/ঢাকা/আহো