পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এইচআর টেক্সটাইল মিলস লিমিটেডের পরিচালনা পর্ষদ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এই সময়ে (জানুয়ারি-মার্চ,২২) তিন মাসে কোম্পানির আয় বেড়েছে ২৯ দশমিক ৩৭ শতাংশ।
কোম্পানি সূত্র মতে, (জানুয়ারি-মার্চ,২২) কোম্পানিটির টার্নওভার হয়েছে ৭০ কোটি ৫০ লাখ ১৪ হাজার ৭৬৮ টাকা। গত বছর একই সময়ে এর পরিমাণ ছিলো ৬৬ কোটি ৮৬ লাখ ২ হাজার ৫২১ টাকা। এসময়ে কোম্পানিটির মোট মুনাফা হয়েছে ৯ কোটি ৭৬ লাখ ১ হাজার ৯৬১ টাকা। গত বছর একই সময়ে এর পরিমাণ ছিলো ৮ কোটি ৬৫ লাখ ৫৩ হাজার ২২৩ টাকা।
এ সময়ে কর পরবর্তী মুনাফা হয়েছে মুনাফা হয়েছে ৩ কোটি ২৩ লাখ ৮০ হাজার ৮৩২ টাকা। গত বছর একই সময়ে এর পরিমাণ ছিলো ২ কোটি ৩৫ লাখ ২২ হাজার ৫১০ টাকা।
এই সময়ে শেয়ার ইপিএস হয়েছে ১ টাকা ২২ পয়সা। গত বছরের একই সময়ে তা ৮৯ পয়সা (রিস্টেটেড) ছিল।
গত ৩১ মার্চ, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৪৪ টাকা ৮২ পয়সা।