ফ্রান্সের গম রফতানি কমবে ইইউর বাইরের দেশগুলোয়

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২২-০৪-১৯ ০৯:২৪:১৮


ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোর বাইরে বিশ্বের অন্যান্য দেশে ফ্রান্সের গম রফতানি কমার পূর্বাভাস মিলেছে। বিশ্বের শীর্ষ দুটি গম রফতানিকারক দেশ রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ বেঁধে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে তীব্র অস্থিতিশীলতা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে অপ্রতিদ্বন্দ্বী বাজারদরের কারণে ফ্রান্সের গমের চাহিদা কম। সম্প্রতি এক প্রতিবেদনে রফতানি কমার পূর্বাভাস দেয় ফ্রান্সএগ্রিমার।

চলতি বছরের জুনে ২০২১-২২ বিপণন মৌসুম শেষ হবে। ফ্রান্সএগ্রিমারের প্রক্ষেপণ অনুযায়ী, মৌসুম শেষে ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলোয় ফ্রান্সের গম রফতানি ৯৫ লাখ টনে নামবে। এর আগে মার্চে দেয়া পূর্বাভাসে ৯৭ লাখ টন রফতানির কথা বলা হয়েছে।

সানবিডি/ এনজে