যশোরে শহীদ মিনারে হামলায় আটক ১০

প্রকাশ: ২০১৬-০২-২১ ১৪:১৪:৩০


jessore_banglanews24_911419882যশোরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এমএম কলেজ শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে এসে হামলা ও ককটেল বিস্ফোরণ ঘটানোয় ১০ জনকে আটক করেছে পুলিশ। আজ রবিবার সকালে তাদের আটক করা হয়। এ ঘটনায় ছাত্রলীগের একাংশের কর্মীরা জড়িত বলে অভিযোগ রয়েছে।

জানা গেছে, শনিবার রাতে যশোর সরকারি এমএম কলেজে শহীদ মিনারে ছাত্রলীগের দুই পক্ষের বোমাবাজি-সংঘর্ষ হয়েছে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ অন্তত ৬ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। পুলিশ জানায়, রাত ১২টার পর প্রথম প্রহরে এই ঘটনার পর ঘটনাস্থল থেকে একটি তাজা ককটেল উদ্ধার করা হয়।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার কেএম আরিফুল হক জানান, কেন্দ্রীয় শহীদ মিনারে সংসদ সদস্য, জেলা প্রশাসক ও পুলিশ সুপার ফুল দিতে গেলে সংসদ সদস্যের বিরোধী একটি পক্ষ হট্টগোলের চেষ্টা করে। এক পর্যায়ে তাদের নিজেদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয় এবং ৫/৬টি হাতবোমার বিস্ফোরণ ঘটে।’

সানবিডি/ঢাকা/আহো