দর বৃদ্ধির শীর্ষে জেএমআই হসপিটাল
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০৪-১৯ ১৫:০৪:০১
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে জেএমআই হসপিটাল লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ৪০ হাজার ৫৬৬ বারে ২৮ লাখ ৩২ হাজার ৯৩৬টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৮ কোটি ৪১ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা ডরিন পাওয়ারের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ৫৯ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৪১১ বারে ১৮ লাখ ৪৬ হাজার ৪৬৮ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৩ কোটি ৯৯ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা বাংলাদেশ সাবমেরিন কেবলের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৫ দশমিক ৮৭ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৬০০ বারে ৭ লাখ ৮৫ হাজার ৯১৭ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৭ কোটি ৮ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- এসএস স্টিলের ৫.৭১ শতাংশ, জনতা ইন্স্যুরেন্সের ৫.২৯ শতাংশ, ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ডের ৪.৯১ শতাংশ, লাভেলোর ৪.৭৮ শতাংশ, ক্রাউন সিমেন্টের ৪.৬৫ শতাংশ, ম্যাকসন্স স্পিনিংয়ের ৪.৬৫ শতাংশ এবং বারাকা পাওয়ারের শেয়ার দর ৩.৭৫ শতাংশ বেড়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস