‘অব্যাহত মিথ্যাচার বিএনপির পথকে অবরুদ্ধ করে দিচ্ছে’

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৪-১৯ ১৫:১৮:৪৯


আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, অব্যাহত মিথ্যাচার বিএনপির চলার পথকে স্বয়ংক্রিয়ভাবে অবরুদ্ধ করে দিচ্ছে। বিএনপির রাজনীতি এখন স্বার্থ ও ক্ষমতার দ্বন্দ্বে চক্রাবদ্ধ। এ পরিস্থিতি থেকে বের হতে গিয়ে নেতিবাচক রাজনীতির কারণে তারা এখন সমস্যার আরও গভীরে চলে যাচ্ছে।

বিএনপিকে অপশক্তি আখ্যা দিয়ে তিনি বলেন, বিএনপিই এ দেশে একমাত্র চিহ্নিত রাজনৈতিক অপশক্তি, তারাই ক্ষমতালোভী দল।

মঙ্গলবার সকালে নিজ বাসভবনে এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

‘দেশে দম বন্ধ করা পরিবেশ বিরাজ করছে’— বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্যের জবাবে দেশ ঠিকই আছে, আসলে দম বন্ধ করা পরিস্থিতি বিরাজ করছে বিএনপির রাজনীতিতে।