৬ শতাংশ কমেছে চীনের অপরিশোধিত ইস্পাত উৎপাদন
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-০৪-১৯ ১৫:৪৩:০২
চীনে মার্চ মাসে অপরিশোধিত ইস্পাত উৎপাদনের পরিমাণ গত বছরের একই সময়ের তুলনায় ৬ শতাংশ কমেছে। দেশটির স্ট্যাটিস্টিকস ব্যুরো সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। জলবায়ুসংক্রান্ত বিধিনিষেধ ও নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় কারখানাগুলোয় উৎপাদন নিম্নমুখী।
এ বিষয়ে ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিস্টিকস (এনবিএস) জানায়, বিশ্বের শীর্ষ ইস্পাত উৎপাদক দেশটি গত মাসে ৮ কোটি ৮৩ লাখ টন অপরিশোধিত ইস্পাত উৎপাদন করে। গত বছরের একই সময়ে উৎপাদনের পরিমাণ ছিল ৯ কোটি ৪০ লাখ ২০ হাজার টন।
এনবিএসের তথ্যের ভিত্তিতে বার্তা সংস্থা রয়টার্সের হিসাব অনুযায়ী, শিল্প ধাতুটির গড় দৈনিক উৎপাদন দাঁড়িয়েছে ২৮ লাখ ৫০ হাজার টনে। এটি গত বছরের একই সময়ের তুলনায় কম। তখন চীনে দৈনিক ৩০ লাখ ৩০ হাজার টন অপরিশোধিত ইস্পাত উৎপাদন হয়েছিল।
সানবিডি/এনজে