কম মূল্যে শেয়ার বিক্রি, ১৫ ব্রোকারকে শোকজ

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২২-০৪-১৯ ১৮:৫৮:৩৪


সিলিং প্রাইজের চেয়ে কম মূল্যে শেয়ার বিক্রির চেষ্টার সাথে জড়িত থাকার অপরাধে ১৫ ব্রোকারেজের কাছে ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ (বিএসইসি)।

মঙ্গলবার (১৯ এপ্রিল) কমিশনের সহকারি পরিচালক মো. কামাল হোসাইন সাক্ষরিত চিঠি ব্রোকারেজ হাউজগুলোর প্রধান নির্বাহিদের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, গতকাল লেনদেন শুরুর আগে সকাল ৯.৪৫ থেকে ১০টার মধ্যে আগের দিনের ক্লোজিং দরের থেকে ২% নিম্নে বিক্রয়াদেশ দেওয়া হয়েছে। যা বেআইনী ও অসৎ উদ্দেশ্যে করা হতে পারে। এই পরিস্থিতিতে ব্যাখ্যা চেয়ে চিঠি দিয়েছে কমিশন।

এজন্য শাহেদ সিকিউরিটিজ লি, ব্যাংক এশিয়া সিকিউরিটিজ লিমিটেড, শেলটেক ব্রোকারেজ লিমিটেড, আইডিএলসি সিকিউরিটিজ লিমিটেড, এস অ্যান্ড এইচ ইক্যুইটিজ লিমিটেড, লঙ্কাবাংলা সিকিউরিটিজ লি, বিডি ফাইন্যান্স সিকিউরিটিজ লিমিটেড, এমটিবি সিকিউরিটিজ লিমিটেড, মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড, ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেড, গ্লোব সিকিউরিটিজ লি, শান্ত সিকিউরিটিজ লিমিটেড, আইল্যান্ড সিকিউরিটিজ লিমিটেড, কাইয়ুম সিকিউরিটিজ লিমিটেড এবং মিডওয়ে সিকিউরিটিজ লি: এর কাছে ঘটনার ব্যাখ্যা চেয়ে চিঠি দেয়া হয়েছে।

এই ব্রোকারেজ হাউজগুলো থেকে এক সাথে ১১ লাখের বেশি শেয়ার সিলিং প্রাইজের নিচে বিক্রির অফার দেয়া হয় ।

সংশ্লিষ্ট ব্রোকারহাউজগুলোকে শোকজ নোটিস পাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে ওই ঘটনার ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

এএ