ইব্রাহিমি মসজিদ বন্ধ করে ইসরাইলিদের কনসার্ট

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-০৪-১৯ ২০:৫৯:৪৫


গাজার বিখ্যাত ইব্রাহিমি মসজিদ বন্ধ করে চত্বরে কনসার্টের আয়োজন করেছে ইসরায়েলিরা। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর।

স্থানীয় সংবাদমাধ্যম ওয়াফা জানায়, ইহুদি ধর্মাবলম্বীদের উৎসব ‘পাসওভার’ উদযাপনের জন্য রবিবার (১৭ এপ্রিল) ইসরায়েলিরা মুসল্লিদের জন্য প্রাচীন এ মসজিদটির দরজা বন্ধ করে দেয়। এরপর সেখানে পাসওভার উপলক্ষ্যে ইসরাইলি বসতি স্থাপনকারীদের জন্য কনসার্টের আয়োজন করা হয়।

এ ঘটনার নিন্দা ইব্রাহিমি জানিয়ে মসজিদের পরিচালক ঘাসসান আল-রাজাবি বলেছেন, ইহুদিবাদী কর্তৃপক্ষ এখন মসজিদ দখলের চেষ্টা করছে।

এর আগে গত বছরের নভেম্বরে ১০ দিনের জন্য নামাজ বন্ধ করে দিয়েছিল ইসরায়েলিরা। পাশাপাশি ইসরায়েলি সেনারা হেবরনের পুরনো শহরাঞ্চলে সাধারণ ফিলিস্তিনিদের চলাচলের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করে দেয়।

১৯৯৪ সালে বর্বর ইহুদিরা মসজিদটিতে ঢুকে ২৯ মুসল্লিকে হত্যা করে। এর পর থেকে মসজিদটিতে মুসলিম ও ইহুদি উপাসকদের জন্য পৃথক স্থান নির্ধারণ করা হয়। হেবরনে ১ লাখ ৬০ হাজার মুসলিম আর ৫০০ ইহুদি অবৈধ বসতকারীর বসবাস। মাত্র ৫০০ ইহুদির জন্য ঐতিহ্যবাহী এ মসজিদটি প্রতি বছর ইহুদিদের উৎসবের কারণে বন্ধ করে দেওয়া হয়। ২০১৭ সালে ইব্রাহিমি মসজিদসহ হেবরন শহরকে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করে।