সাঁতার শিখতে গিয়ে ঘেরে ডুবে ভাই-বোনের মৃত্যু

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৪-১৯ ২১:১৯:৫৪


গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ছোট ভাইকে সাঁতার শিখতে গিয়ে দুই ভাইবোনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলার পাটগাতী ইউনিয়নের চরগওহরডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া দুই শিশু জিম (১১) ও আলিফ (৭) বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার কালিগঞ্জ গ্রামের মিলন মৃধার মেয়ে ও ছেলে।

বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন টুঙ্গিপাড়া থানার পরিদর্শক (তদন্ত) তন্ময় মণ্ডল।

নিহত শিশুদের মামা শফিকুল বিশ্বাস জানান, তার বোনের মেয়ে জিম তাদের বাড়িতে থেকে লেখাপড়া করত। ভাগনে আলিফ সোমবার তাদের বাড়ি গওহরডাঙ্গায় বেড়াতে আসে। মঙ্গলবার দুপুরে জিম তার ছোট ভাই আলিফকে সাঁতার শেখাতে বাড়ির পাশে ঘেরে নিয়ে যায়। সেখানে আলিফ পানিতে ডুবে গেলে, জিম তাকে রক্ষা করতে যেয়ে নিজেও ডুবে যায়।

এ সময় তাদের মামাতো বোন পানিতে ডুবে যেতে দেখে বাড়ি এসে সবাইকে জানায়। বাড়ির লোকজন ঘেরে গিয়ে তাদের দুই ভাইবোনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।