সিবিওটিতে রেকর্ড বেড়েছে ভুট্টার দাম
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৪-২০ ০৯:১৩:৩৪
ভুট্টার দাম বেড়ে এক দশকের সর্বোচ্চে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি)। বৈরী আবহাওয়া পরিস্থিতি এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে কৃষ্ণ সাগরীয় অঞ্চলে রফতানি প্রবাহ বাধাগ্রস্ত হয়ে পড়ায় বৈশ্বিক সরবরাহ সংকুচিত হচ্ছে, প্রকট হচ্ছে ভুট্টার বাজারে চলমান অস্থিরতা। এ কারণেই লাফিয়ে বাড়ছে দাম। অন্যদিকে গম ও সয়াবিনের বাজারদরেও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গিয়েছে।
সর্বশেষ কার্যদিবসে শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) ভুট্টার দাম বেড়ে বুশেলপ্রতি ৮ ডলার ১৩ সেন্টে উন্নীত হয়েছে, যা ২০১২ সালের সেপ্টেম্বরের পর সর্বোচ্চ। মার্কিন কৃষি বিভাগ (ইউএসডিএ) সম্প্রতি এক প্রতিবেদনে জানায়, গত রোববার পর্যন্ত যুক্তরাষ্ট্রে ভুট্টা আবাদ ৪ শতাংশ সম্পন্ন হয়েছে, যা গত পাঁচ বছরের গড়ের তুলনায় ৬ শতাংশ কম।
এদিকে শুধু ভুট্টাই নয়, বেড়েছে গমের দাম। শিকাগো বোর্ড অব ট্রেডে প্রতি বুশেল গম ১১ ডলার ৩৭ সেন্টে লেনদেন হয়েছে। একদিনের ব্যবধানে দাম দশমিক ৮ শতাংশ বেড়েছে। এ নিয়ে টানা দ্বিতীয় দিনের মতো দাম বাড়ল। অন্যদিকে সিবিওটিতে সয়াবিনের দাম টানা পাঁচ কার্যদিবসের মতো বেড়েছে। প্রতি বুশেল লেনদেন হয়েছে ১৭ ডলার ২৪ সেন্টে, যা আগের কার্যদিবসের তুলনায় দশমিক ৬ শতাংশ বেশি। দেশটির সরকার বলছে, প্রায় ৬৯ শতাংশ শীতকালীন গম আবাদ ১২ এপ্রিল পর্যন্ত খরার মুখোমুখি ছিল।
সানবিডি /এনজে