বান্দরবানে বেইলি সেতু ভেঙে যোগাযোগ বন্ধ

প্রকাশ: ২০১৬-০২-২১ ১৫:৩৭:৩২


bandarban_102989একটি বেইলি সেতু ভেঙে বান্দরবানের সঙ্গে রোয়াংছড়ি উপজেলাসহ আশেপাশের চারটি উপসড়কের যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বান্দরবান-রোয়াংছড়ি প্রধান সড়কের হানসামা এলাকায় একটি বেইলি সেতু বালুবোঝাই ট্রাকসহ আজ রবিবার সকাল আটটার দিকে ভেঙে পড়ে। এতে তিনজন আহত হয়েছেন।

বেইলি সেতু ভেঙে ট্রাক দুর্ঘটনার সংবাদ পেয়েই জেলা সদর থেকে দমকল বাহিনী, পুলিশ, বিজিবি  ঘটনাস্থলে গেছে। সড়ক যোগাযোগ পুনরায় চালু করার জন্যে ভেঙে পড়া সেতু মেরামতের কাজ শুরু করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল আটটার দিকে বালুবোঝাই ট্রাকটি বিজিবি সেক্টর সদর দপ্তরে নির্মাণকাজের জন্য বালু নিয়ে যাচ্ছিল। পথে হানসামা পাড়া বেইলি ব্রিজে ট্রাকটি উঠলে ব্রিজ ভেঙে পড়ে যায়। এতে ট্রাকে থাকা তিনজন শ্রমিক আহত হন। ব্রিজটি ভেঙে পড়ার পর থেকে সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। লোকজন পায়ে হেঁটে যাতায়াত করছে।

বান্দরবান জেলা প্রশাসক শ্রী দিলীপ কুমার বণিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি সেতুটি দ্রুত সংস্কার করার জন্য সড়ক জনপথ বিভাগকে নির্দেশ দিয়েছেন।

সানবিডি/ঢাকা/আহো