নিউমার্কেটের দোকান খুলছে আজই

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২২-০৪-২০ ১৬:০০:২৪


ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের উদ্ভুত পরিস্থিতির কারণে বন্ধ থাকা রাজধানীর নিউমার্কেট এলাকার দোকানগুলো আজ থেকে খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন নিউমার্কেট দোকান মালিক সমিতির সভাপতি ডা. দেওয়ান আমিনুল ইসলাম।

বুধবার (২০ এপ্রিল) সার্বিক পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘আমরা সবাই শান্তিপূর্ণ সমাধান চাই। সে কারণে ঢাকা কলেজের শিক্ষার্থীদের প্রতিনিধি এবং প্রশাসনের লোকজন নিয়ে আমরা কমিটি গঠন করব। সবাই মিলে আলোচনা করবো, যাতে ভবিষ্যতে কোনো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এরকম সংঘর্ষ না হয়। আমরা তদন্ত কমিটি গঠন করব, দোষীদের চিহ্নিত করে কঠোর শাস্তির সুপারিশ করবো।’

মঙ্গলবার (১৯ এপ্রিল) নিউমার্কেট এলাকায় সংঘর্ষ চলাকালে অ্যাম্বুলেন্সে হামলার যে ঘটনা ঘটেছিল তাতে নিউমার্কেটের কেউ জড়িত ছিল না। সেখানে তৃতীয় পক্ষ হামলা চালিয়েছে। ভিডিও ফুটেজ দেখলেই বিষয়টা স্পষ্ট হবে বলে জানিয়েছেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন।

এ সময় নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি বলেন, ‘ঢাকা কলেজের শিক্ষার্থীরা আমাদের প্রতিবেশি। তাদের সঙ্গে সদ্ভাব বজায় রেখে আমরা দোকান খুলতে চাই।’